কিশোরগঞ্জ জেলার হাওড় বেষ্টিত অষ্টগ্রাম উপজেলার হাওড়ের তলানী ক্ষেত্র ৫নং কলমা ইউনিয়ন পরিষদ এলাকাটি ভৌগলিক ভাবে যোগাযোগ কঠিন অন্যান্য দৃষ্টান্তস্থল ।ইউনিয়ন এলাকা অষ্টগ্রাম উপজেলা কিশোরগঞ্জ জেলা তথা ঢাকা বিভাগের পূর্ব অংশে লাখাই উপজেলার হবিগঞ্জ জেলার তথা সিলেট বিভাগের পশ্চিম প্রান্তে এবং নাসিরনগর উপজেলা বি-বাড়ীয়া জেলা তথা চট্রগাম বিভাগে উত্তর পাশের সঙ্গম স্থল বটে ।নদী বেষ্টিত এই এলাকায় নদী পার না হয়ে উপজেলা সদরে যাওয়া যেমন সম্ভব নয় তেমনি সার্বক্ষনিক ব্যবহার করার মত এখানে কোন সড়ক বা রাস্তা নেই ।ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদে যেতে ৪টি ওয়ার্ডের ক্ষেত্রে নদী পথে ও পায়ে হেঁটে চলাচল করতে হয় ।কাঁচা রাস্তায় শুকনো মৌসুমে ৫টি ওয়ার্ডে যোগাযোগ করা গেলে বর্ষার ৬মাস নৌকা বা নৌযান ভিন্ন এক ওয়ার্ড বা অন্য ওয়ার্ড বা গ্রামে যাতায়ত সম্ভব নয় ।বর্ষাকালে প্রতিটি গ্রামই ১০ থেকে ১৮ ফুট পানি বেষ্টিত ভাসমান থাকে ।উপজেলা সদর থেকে রিক্সা বা বটবটি যোগে কেওডা অথবা ইকরদিয়া নদীঘাট হতে নৌযানে চড়ে কলমা লঞ্চঘাটের অদূরে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS